মো. আলাউদ্দিন, নাঙ্গলকোট প্রতিনিধি :–
কুমিল্লার নাঙ্গলকোটে গত সোমবার উপজেলার পানকরা হাফেজা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। নির্বাচনে অভিভাবক সদস্য পদে ১০জন প্রার্থীর মধ্যে অভিভাবকদের দেয়া ভোটে আমজাদ হোসেন প্রথম, মো. শাহাদাত হোসেন দ্বিতীয়, আবদুল জলিল তৃতীয় এবং আবদুর রহমান চতুর্থ স্থান লাভ করে বিজয়ী হোন। তারা আগামী ২ বছর ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোনাজের রশিদ।