মো. জাকির হোসেন :–
কুমিল্লার বুড়িচংয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রাট মাদক সেবনের দায়ে ৩ মাদসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। এর আগে সোমবার রাতে বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ীর এএস আই নন্দন চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সসহ ডুবাইরচর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
বুড়িচং থানা অফিসার ইনচার্জ উত্তম কুমার বড়–য়া জানান. মাদক চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে সোমবার রাতে বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ীর এএসআই নন্দন চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মোকাম ইউনিয়নের ডুবাইরচর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আইয়ুব (২২), পিতা-মৃত সুরুজ মিযা, সাং-ডুবাইরচর, মহসিন (৩০), পিতা-মৃত রমিজ মেম্বার, সাং-কাবিলা, শাহিদুল ইসলাম (২৪), পিতা- তরব আলী, সাং-ডুবাইরচর, মাদক সেবন অবস্থায় তাদের আটক করে। আটককৃত আসামীদেরকে গতকাল ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রাট আফরোজা পারভিন আক্তারের নিকট হাজির করলে মোঃ আইয়ুবকে ১ বছর, মহসিনকে ৩ মাস, শাহিদুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করে। সাজাপ্রাপ্ত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।