নাঙ্গলকোটে জুয়া খেলতে বাঁধা দেয়ায় নৈশ্যপ্রহরীকে মারধর

 

নাঙ্গলকোট প্রতিনিধি :–
কুমিল্লার নাঙ্গলকোটে জুয়া খেলতে বাঁধা দেয়ায় বাজারের নৈশ্যপ্রহরীকে মারধর করেছে এক জুয়াড়ী। গত শনিবার রাতে উপজেলার বটতলী বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার কাশিপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে আবদুল মতিনের ছেলে ওসমান মিয়া গত শনিবার রাত ২টার দিকে বটতলী বাজারের পূর্ব পাশের একটি দোকানে সঙ্গীদের নিয়ে মদ খেয়ে জুয়া খেলতে বসে। এ সময় লক্ষীপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে বাজারের নৈশ্যপ্রহরী আলেক মিয়া ওসমান ও তার সঙ্গীদের বাজারের সীমানায় জুয়া খেলতে বাঁধা দেয়। এতে করে ওসমান মিয়া উত্তেজিত হয়ে কিল-ঘুষি, থাপ্পড় দিয়ে আলেক মিয়াকে আহত করে সঙ্গীদের নিয়ে চলে যায়। এ সময় তার আত্মচিৎকারে বাজারের দোকানীরা এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। নৈশ্যপ্রহরী আলেক মিয়া এ বিষয়ে বাজার কমিটির কাছে অভিযোগ করলে অভিযুক্ত ওসমান মিয়া পুনরায় তাকে দেখে নেওয়ার হুমকি দেয়।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...