মো. জাকির হোসেন :–
বুড়িচংয়ের আবিদপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে তাসলিমা (২৭) নামে ২ সন্তানের জননী বিষপান করে আত্মহত্যার খবর পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা যায় যে, কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর গ্রামের মোঃ মাইন উদ্দিনের স্ত্রী মোসাঃ তাসলিমা আক্তার পারিবারিক কলহের জের ধরে গত সোমবার মধ্য রাতে বিষপান করে। পরিবারের সদস্যদের আত্মচিৎকার শুনে এলাকাবাসি তাকে হাসপাতলে নেয়ার পথে তার মৃত্যু হয়। গতকাল বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ির এস আই মাকসুদুর রহমান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল হাসপাতাল মর্গে প্রেরন করেন।
