কুমিল্লায় শিশু হৃদয় গুলিবিদ্ধের ঘটনায় গ্রেফতার-২

 

কুমিল্লা প্রতিনিধি :–

কুমিল্লায় শিশু তানভীর হাসান হৃদয় গুলিবিদ্ধের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি নাজিমের ভাই নাছির ও সহযোগী পিন্টু কুমার দাসকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের নমসুদপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মো. শাহ আবিদ হোসেন জানান, সন্ধ্যায় সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের নমসুদপাড়া এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া মামলার প্রধান আসামি নাজিমকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত রোববার সকালে মাদক ব্যবসাকে কেন্দ্র করে কুমিল্লা নগরীর শুভপুরে দুই পক্ষের বন্দুকযুদ্ধে শিশু হৃদয় গুলিবিদ্ধ হয়।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...