মোঃ আক্তার হোসেন :–
দেবিদ্বার উপজেলার মোহনপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচন সোমবার সকালে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচিত অভিবাবক প্রতিনিধি সদস্য মোঃ মিজানুর রহমান বিদ্যালয়ের সভাপতি হিসেবে কুমিল্লা জেলা সেচ্ছাসেবকলীগ নেতা ও বিশিষ্টি ব্যবসায়ী, বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ শাহাদাৎ হোসেন মিঠুর নাম প্রস্তাব করেন। ওই সময় সভাপতি হিসেবে অন্য কোন প্রার্থী না থাকায় বিদ্যালয়ের পরিচলনা পরিষদের সকল সদস্যদের সম্মতিক্রমে মোঃ শাহাদাৎ হোসেন মিঠুকে বিদ্যালয়ের সভাপতি হিসেবে মনোনীত করা হয়। দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু তালেব নির্বাচন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলমঙ্গীর হোসেন, দেবিদ্বার থানার উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) মোঃ নুরুল ইসলাম মজুমদার, উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) মোঃ জাকির সিকদার, দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সহকারী মোঃ আব্দুর রহিম, সাংবাদিক ও এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে গত ১০ আগষ্ট বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হলে অভিবাবক প্রতিনিধি হিসেবে বিপুল ভোটে বিজয়ী হন মোঃ মিজানুর রহমান, মোঃ সফিকুল ইসলাম, মোঃ মোমেন ও মোঃ নজরুল ইসলাম।