মোঃ বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:–
ইসলামী ব্যাংক “ পল্লী উন্নয়ন প্রকল্প” চৌদ্দগ্রাম শাখার উদ্যোগে ১৭ আগষ্ট সোমবার দুপুরে শাখা অডিটরিয়ামে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের নিয়ে ফ্রি- মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক চৌদ্দগ্রাম শাখার ব্যাবস্থাপক মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: নাসির উদ্দিন। ইসলামী ব্যাংক চৌদ্দগ্রাম শাখার পল্লী উন্নয়ন কর্মকর্তা একিউএম হোসাইন মজুমদারে পরিচালনায় উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন ডা: মীর রাশেদুল হাসান, ডা: জেবুন নাহার, ডা: জান্নাতুল ফেরদাউস। এসময় পল্লী উন্নয়ন প্রকল্পের প্রায় ১০০ সদস্যের ডায়াবেটিস, প্রেসার, ব্লাড গ্রুপ পরীক্ষা করাসহ প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। ব্লাড গ্রুপ পরীক্ষা সেবা প্রদান করেন ময়নামতী মেডিকেল কলেজ ষ্টুডেন্ট ফোরামের সদস্যরা।
