মো. হাবিবুর রহমান :–
বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচকিত্ত্বা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের অনুপস্থিতিতে এতে প্রধান অতিথি ছিলেন মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও রামচন্দ্রপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ সরকার। বিদ্যালয় ম্যানেজিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে সাইফুল ইসলাম মাস্টারের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম মোল্লা, মতিউর রহমান মেম্বার, ইবরাহিম খলিল মেম্বার, সুরুজ মিয়া মেম্বার, আব্দুর রব মেম্বার, আওয়ামীলীগ নেতা হারুনুর রশীদ, হিরন মিয়া, শিশু মিয়া, রুহুল আমিন, এস এম খালেক, আওলাদ হোসেন বাদশা, সফিকুল ইসলাম সরকার, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, জাকির হোসেন মাস্টার, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য নইম মোল্লা, বাজার কমিটির সাধারণ সম্পাদক অদু মিয়া, শিক্ষিকা জুলেখা বেগম, যুবলীগ নেতা শামীম মিয়া ও স্বেচ্ছাসেবকলীগ নেতা সোহেল রানা প্রমুখ। আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহতদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন বশিরুল ইসলাম মাস্টার। আলোচনার পূর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে এক মানববন্ধনও অনুষ্ঠিত হয়।
