মনোহরগঞ্জে গাজা সহ মাদকসেবী গ্রেফতার

মনোহরগঞ্জ প্রতিনিধি:–
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কাশিপুর মাদ্রাসা সংলগ্ন রাস্তার উপর থেকে গত রবিবার গোপন সংবাদের ভিত্তিতে মোঃ মোস্তফা কামাল (৩১) নামে এক মাদক সেবীকে বিপুল পরিমাণ গাজা সহ গ্রেফতার করা হয়েছে। জানা যায়, মোস্তফা কামাল খিলা ইউনিয়নের শালীপুর গ্রামের আবু তাহেরের পুত্র। মনোহরগঞ্জ থানার এএসআই আনোয়ারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে। মনোহরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, এ মাদক সেবীকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মনোহরগঞ্জে মাদক দ্রব্য নির্মুলের জন্য পুলিশের সকল অভিযান অব্যাহত থাকবে।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...