দেবিদ্বার প্রতিনিধিঃ–
বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলা গড়ে তুলতে হলে ছাত্রলীগ’কে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের আদর্শে আদর্শিত হতে হবে এবং ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে আবারো জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। স্বাধীনতা বিরোধী শক্তি আজও মাথা নত করেনি। তারা প্রশাসন-রাজনৈকিত দল সহ সর্বত্রই ঘাপটি মেরে আছে, সুযোগ পেলেই ছোবল মারবে। দেবিদ্বার উপজেলা ফতেহাবাদ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪০ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে শনিবার দুপুরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দানকালে কুমিল্লা-৪ দেবিদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ওই বক্তব্য তুলে ধরেন।
ফতেহাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মামুনুর রশিদের পরিচালনায় ও সভাপতি মুজিব খন্দকারের সভাপতিত্বে ওই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার থানার ওসি মোঃ মিজানুর রহমান, ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার এম.এ ছালাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আবু কাউছার অনিক, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ ইকবাল হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ হোসাইন। ওই সময় আরো উপস্থিত ছিলেন দেবিদ্বার এস.এ সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি সয়ন দাস, দেবিদ্বার পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম সুমন, সাধারন সম্পাদক মোঃ শাহ জালাল মিন্টু প্রমুখ।