মোঃ বেলাল হোসাইন :–
চৌদ্দগ্রামে রবিবার সন্ধ্যা উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের জগন্নাথদিঘী এলাকার তিপ্তী হোটেল সংলগ্ন এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত সিএনজি গাড়ির ধাক্কায় কন্টেইনার চালক আবু শামিম মোল্লা (৪৫) ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত শামিম মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার অন্দুরখালির শিববাড়ী গ্রামের আক্কাস আলীর ছেলে। জানা যায় ঢাকাগামী কন্টেইনার চালক (ঢাকা মেট্রা-ট-১১-৬৫২০) আবু শামিম তৃপ্তি হোটেলের সামনে গাড়ি রেখে খাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি সিএনজি তাকে সজোরে ধাক্কা দিলে সে মারাত্বক আহত হয়। পরে ঘটনার সাথে সাথে তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
