মনোহরগঞ্জে মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

মনোহরগঞ্জ প্রতিনিধি:–
১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা আয়োজনে পালিত হয়েছে। আয়োজিত অনুষ্ঠানগুলো হলো- শোক র‌্যালী, আলোচনা সভা, চিত্রাংকন, দেশাত্মবোধক গান, মিলাদ মাহফিল, পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। বিদ্যালয় প্রধান শিক্ষক শ্যামল রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ মনির আহম্মদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আবদুর রব, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোজাম্মেল হোসেন, বিলকিছ আক্তার। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোবারক উল্লাহ, হোসনেয়ারা বেগম, কুসুম আক্তার সহ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগষ্ট নিহত তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি মনির আহম্মদ সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...