মো.জাকির হোসেন :–
নিমসার জুনাব আলী কলেজে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার বিকেলে আলোচান সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মো: মোনাব্বের হোসেন, উপাধ্যক্ষ আলমগীল হোসেন, শেখ আব্দুল ওয়াহাব মাস্টার, মুক্তিযোদ্ধ আব্দুল হাকিম, সাবেক চেয়ারম্যনা আবু তাহের, কলেজের প্রধান সহকারী মো: আবু তাহের প্রমূখ।
এসময় কলেজ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় দোয় মাহফিল। এতে মুনাজাত পরিচালনা করেন কলেজ অধ্যক্ষ মো: মোনাব্বের হোসেন।
শেষে কলেজ শিক্ষার্থীদের মাঝে তাবারক বিতরণ করা হয়।