কালিকাপুর আবদুল মতিন খসরু ডিগ্রি কলেজে জাতীয় শোক দিবস পালণ

বুড়িচং(কুমিল্লা)প্রতিনিধি :–
কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর আবদুল মতিন খসরু ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্ঝাদার মধ্য দিয়ে বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের ৪০তম শাহাদাৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস পালন করা হয়। কলেজের অধ্যক্ষ মো: মফিজুল ইসলাম এর সভাপতিত্বে ও অধ্যাপক মোশারফ হোসেন চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো: জামাল হোসেন। আরও বক্তব্য রাখেন বাকশীমূল ইউপি চেয়ারম্যান মো: নূরুল ইসলাম আব্দুল হক মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মাষ্টার, কলেজ পরিচালনা কমিটির সদস্যদ গোলাম সারওয়ার, আ’লীগ নেতা মো: জয়নাল আবেদীন শামীম, অধ্যাপক মো: খোরশেদ আলম, অধ্যাপক এ বি এম শাহাদাত হোসেন খান, অধ্যাপক আবুল কালাম আজাদ খোকন, আবদুল্লাহ আল মাসুম, মাহাবুব আলম, মো: দুলাল হোসেন সহ শিক্ষক শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বঙ্গ বন্ধু ও তার পরিবারের শাহাদাৎ বরন কারীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা কেরন অধ্যাপক মো: আব্দুল আউয়াল।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...