হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবের প্রতি স্বত:স্ফূর্তভাবে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে দেবিদ্বারে জাতীয় শোক দিবস পালিত

 

মোঃ আক্তার হোসেন :–
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দেবিদ্বার উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন স্কুল কলেজ এবং মাদ্রাসাসহ সামাজিক সাংকৃতি সংগঠনগুলো হাজার বছরের এ শ্রেষ্ঠ বাঙালির প্রতি স্বত:স্ফূর্তভাবে শ্রদ্ধা নিবেদন করছেন। ব্যাপক আগ্রহ-উদ্দীপনার মধ্যদিয়ে পালিত হয়েছে জাতীয় শোক দিবস।

DEBIDWAR (COMILLA) 15 AUGUST PIC (1)
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় দেবিদ্বারে উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে র‌্যালী, আলোচনা সভা, কোরআন খতম, শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ কবির আহম্মেদের পরিচালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এএফএম ফখরুল ইসলাম মুন্সী, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আলহাজ এবিএম গোলাম মোস্তফা। আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দাউদ হোসেন চৌধুরী, ওসি মোঃ মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি হাজী জয়নুল আবেদীন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক ছিদ্দিকুর রহমান ভূইয়া, কুমিল্লা উত্তর জেলা মহিলা আ’লীগ সভানেত্রী শিরিন সুলতানা, পৌর আ’লীগের সভাপতি হাজী আবুল কাশেম চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক, জেলা সেচ্ছাসেবক লীগ নেতা মোঃ সাহাদাৎ হোসেন মিঠু ও লিটন সরকার প্রমুখ।

DSC_0036
অপরদিকে সকাল ৯টায় দেবিদ্বার উপজেলা যুবলীগের উদ্দ্যেগে দেবিদ্বার সদরে একটি শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীতে নেতৃত্ব প্রদান করেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাধারন সম্পাদক বাহাউদ্দিন বাহার ও উপজেলা যুবলীগ সভাপতি হাজী আবুল কাশেম ওমানী। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক হাজী শহীদউল্লাহ খাজা, জেলা যুবলীগের সদস্য মোঃ লুৎফুর রহমান বাবুল, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ বাবুল হোসেন রাজু, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আঃ মান্নান মোল্লা, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা মোঃ আমির হোসেন আমু, পৌর যুবলীগ সভাপতি মোঃ কামরুল খালেদ সুমন, পৌর যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান সুমন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ ইকবাল হোসেন রুবেল, যুগ্ম আহবায়ক মোঃ হোসাইন আহম্মেদ, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আলাউদ্দিন, সাধারন সম্পাদক মোঃ আবদুর রাজ্জাক, পৌর ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সুমন ও সাধারন সম্পাদক শাহ জালাল মিন্টু প্রমুখ।
দেবিদ্বার উপজেলা যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্দ্যেগে পরে মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজেরও আয়োজন করা হয়।
অন্যদিকে শনিবার দুপুরে উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন ছাত্রলীগের উদ্দ্যেগে কাঙ্গলী ভোজ ও মিলাদ মাহফিলে আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। এ সময় আরো উপস্থিত ছিলেন ফতেহাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মজিব খন্দকার ও সাধারন সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ।
এছাড়াও দেবিদ্বার উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসাগুলোতে পৃথক পৃথক ভাবে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।
জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ মীর আবদুল গফুর কলেজের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। এ সময় আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক অর্থ উপমন্ত্রী এএফএম ফখরুল ইসলাম মুন্সী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুস ছোবহানসহ ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক মন্ডলী, স্থানীয় আ’লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...