মনোহরগঞ্জের ঝলম দক্ষিণ ইউনিয়নে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় শোক দিবস

 

আকবর হোসেন,মনোহরগঞ্জ প্রতিনিধি:—
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নে নানা আয়োজনে পালিত হয়েছে। বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং কুমিল্লা-৯ (লাকসাম-মনোহগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো: তাজুল ইসলাম এমপি পক্ষে তার বাতিজা মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো: আমিরুল ইসলামের নেতৃত্বে ঝলম দক্ষিণ ইউনিয়নে শোক র‌্যালী, আলোচনা সভা, মিলাদ মাহফিল, মনোহরঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কুইজ কুইজ প্রতিযোগীতা, পুরষ্কার বিতরণ ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে। ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদ, পোমগাঁও গ্রামে, তাজুল ইসলাম টেকনিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, পোমগাঁও উচ্চ বিদ্যালয়, বায়তুশ শরফ মডেল একাডেমী সহ সকল প্রতিষ্ঠানে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। শোক র‌্যালী, আলোচনা সভা, মিলাদ মাহফিল, মনোহরঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কুইজ কুইজ প্রতিযোগীতা, পুরষ্কার বিতরণ ও কাঙ্গালী ভোজের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ঝলম দক্ষিণ ইউপি চেয়ারম্যান মারফত উল্লাহ, তাজুল ইসলাম টেকনিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের তত্ত্ববধায়ক বীরমুক্তিযোদ্ধা সুধীর চন্দ্র মল্ল বর্মন, পোমগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল বাশার, বায়তুশ শরফ মডেল একাডেমীর অধ্যক্ষ মো: ফজলুল হক, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো: আমিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক আমির হোসেন, ঝলম দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক জহিরুল ইসলাম আরিফ, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবদুল হাকীম, আওয়ামীলীগ নেতা হেদায়েত উল্লাহ মিয়াজী, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ছালে আহম্মদ, আওয়ামীলীগ নেতা হেদায়েত উল্লাহ মেম্বার, নুরু মেম্বার, নুরুল হক মেম্বার, ৪নং যুবলীগের সাধারণ সম্পাদক ইমান হোসেন, ইউনিয়ন যুবলীগের সদস্য মফিজুল ইসলাম, স্বপন মুন্সি, নুরুল ইসলাম পাটোয়ারী, সোহেল খন্দকার, হেলাল, মো: সেলীম মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা দিলিপ কুমার ভৌমিক, ইউনিয়ন ছাত্রলীগের সদস্য কামরুল, ৩নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ওসমান গণি, ৪নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ফয়সাল আহম্মদ, সাধারণ সম্পাদক মনির হোসেন, ৫নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মোস্তফা কামাল শুভ, সাধারণ সম্পাদক রাকিব হোসেন রনি, ছাত্রলীগ নেতা রনি, মুন্না, রাজন, বিল্লাল, সুজন, রাজু, তুষার, শাহজাহান, আহাদ, আমজাদ, মনির, স্বপন, রবিউল, সাহাদাত, তানভীর,রনি, মহিন, জাহাঙ্গীর সহ তাজুল ইসলাম টেকনিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, পোমগাঁও উচ্চ বিদ্যালয়, বায়তুশ শরফ মডেল একাডেমীর সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, ঝলম দক্ষিণ পরে ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫আগস্ট শাহাদাতবরণ কারী তার পরিবারের সদস্যদের আতœার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত কুইজ কুইজ প্রতিযোগীতায় তাজুল ইসলাম টেকনিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের বিজয়ী তিনজনকে পুরষ্কার দেওয়া হয় তারা হলো প্রথম স্থান অর্জনকারী মিথিলা আক্তার, ২য় স্থান অর্জনকারী শাফায়েত, ৩য় স্থান অর্জনকারী মো: শাফায়েত। পোমগাঁও উচ্চ বিদ্যালয়ের মোট ৬ জনকে পুরষ্কার দেওয়া হয় তারা হলো নবম শ্রেণি থেকে ১ম স্থান অর্জনকারী আমেনা আক্তার খুসবু, ২য় স্থান অর্জনকারী সূর্বণা রানী শীল, ৩য় স্থান অর্জনকারী মো: আহসান উল্লাহ, দশম শ্রেণি থেকে ১ম স্থান অর্জনকারী তানজিনা আক্তার, ২য় স্থান অর্জনকারী তানজিনা, ৩য় স্থান অর্জনকারী সাকিব হোসেন। এসকল পুরষ্কার তুলে দেন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো: আমিরুল ইসলাম।
ক্যাপশন: মনোহরগঞ্জের ঝলম দক্ষিণ ইউনিয়নে জাতীয় শোক দিবস র‌্যালী বের করা হয়। পাশে কুইজ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...