সৌরভ মাহমুদ হারুন :–
কুমিল্লার বুড়িচং থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক মাদক মামলার আসামী মনির হোসেনকে ৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছ্
বুড়িচং থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার বড়ুয়া জানায়, শনিবার বুড়িচং থানার এস আই মাকসুদ সঙ্গীয় অফিসার নন্দন চন্দ্র সরকারসহ সঙ্গীয় ফোর্সসহ বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের নাজিরা এলাকার অভিযান পরিচালনা করে জেলার চান্দিনা উপজেলার সোহেলপুর গ্রামের নজরুল ইসলামের পুত্র মোঃ মনির হোসেনকে ৬ বোতল ফেন্সিডিল সহ আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নাজিরা বাজার এলাকার মনির হোসেন পালিয়ে যায়। পরে পুলিশ উভয়ের বিরুদ্ধে ১৯৯০ইং! সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) এর টেবিল ৩(ক) ধারায় মামলা রুজু করে আটককৃত আসামীকে কুমিল্লা আদালতে প্রেরণ করেছে।
