আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর :–
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার আশুরাইল গ্রামে নিজের তিন মাসের ছেলে শিশু তানভীর মিয়াকে হত্যা করে মা ফারজানা বেগম(২২) ফাসিঁতে ঝুলে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাতে বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামে এ ঘটনা ঘটে । ফারজানা আশুরাইল গ্রামের বড়বাড়ির মৃত আবেদ মিয়ার ছেলে দুবাই প্রবাসী নুরুল ইসলামের স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ জানায় বছর দেড়েক আগে নুরপুর গ্রামের আব্বাস খাঁর মেয়ে ফারজানা বেগমের সাথে নুরুল ইসলামের বিয়ে হয়। প্রায় তিন মাস পূর্বে তাদের ছেলে সন্তান জম্ম নেয়। প্রবাসী নুরুল ইসলাম মাস দু’য়েক আগে বাড়িতে আসে। ছুটি শেষে ২/৩ দিনের মধ্যে তিনি দুবাই চলে যাওয়ার কথা। বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রী খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। স্বামীর অগোচরে ফারজানা তার তিন মাসের শিশু তানভীরকে হত্যা করে নিজ ঘরের পাশে পিয়ারা গাছে গলায় ফাঁস দিয়ে মা ফারজানা আত্মহত্যা করেন। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আজ শুক্রবার সকালে মা ও ছেলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরন করে। উপ-পরিদর্শক মহিউদ্দিন সুমন জানান,এ ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই এঘটনা ঘটতে পারে । ঘটনার পর স্বামী নুরুল ইসলাম গা ঢাকা দিয়েছেন।