কুমিল্লার বুড়িচংয়ে দেড় শতাধিক বোতল মাদকসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো. জাকির হোসেন :—

কুমিল্লার বুড়িচংয়ে দেড় শতাধিক বোতল ফেন্সিডিল ও স্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ। শুক্রবার সকালে বুড়িচং-রাজাপুর পাকা সড়কের উপর মাদক বিরোধী অভিযানে এগুলো আটক করা হয়।

বুড়িচং থানা অফিসার ইনচার্জ উত্তম কুমার বড়–য়া জানান, শুক্রবার সকাল ৯ টায় বুড়িচং থানার এস আই মোঃ নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বুড়িচং-রাজাপুর সড়কের বুড়িচং পূর্বপাড়া এলাকায় রাস্তার উপর অভিযান চালায়। এসময় আমদানী নিষিদ্ধ ভারতীয় ১শত বোতল স্কাফ, ৪২ বোতল আরসি কফ ও ০৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন- কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওড়া গ্রামের কাদের মিয়ার ভাড়া বাড়ীতে বসবাসকারী মৃত তাহের মিয়ার ছেলে মোবারক হোসেন (২৮), একই উপজেলার পশ্চিম রেইসকোর্স এলাকার মৃত মনির হোসেনের স্ত্রী শারমিন (৪০)।

আটককৃতদের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করে কুমিল্লা আদালতে প্রেরণ করেছে।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...