কুমিল্লা প্রতিনিধি :–
সামাজিক সংগঠন দ্যুতি র আয়োজনে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরণ অনুষ্ঠান শুক্রবার সকালে কুমিল্লা মহানগরীর রোটারী ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মরহুম ডা. আশিকুর রহমানের স্মরণে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএম এ র সাবেক সভাপতি ডাঃ ইকবাল আনোয়ার। সামাজিক সংগঠন দ্যুতি র আয়োজনে ২০ জন অস্বচ্ছল ও মেধাবী ২০১৫ সালে এস এস সি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ আশিকুর রহমানের পিতা মোঃ আজিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন দ্যুতির চেয়ারম্যান এইচ এম মনজুর হোসেন, ও সেক্রেটারী ডা . মো. শাহজালাল রিয়াদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজেন অধ্যাপক মোঃ ফারুক সরকার,রামগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান ভুইয়া,সিটিভি নিউজ ২৪ ডট কম এর সম্পাদক ও প্রকাশক ওমর ফারুকী তাপস। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডাঃ আশিকুর রহমানের মা ডাঃ নাসরিন আক্তার,অধ্যাপক ইব্রাহিম খলিল,পথিকৃৎ সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক চন্দন দাস,রাজাপুর ফয়জুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম,ও স্বাগত বক্তব্য রাখেন দ্যুতির প্রেস সেক্রেটারী আবুল মনজুর মোরশেদ রাহাত।
অনুষ্ঠানে বক্তারা নতুন প্রজন্মের ছাত্র ছাত্রীদের কে লেখাপড়ার পাশা পাশি আদর্শ মানুষ হিসেবে নিজকে গড়ে তুলে দেশ ও মানুষের কল্যানে নিজকে নিবেদিত করার আহবান জানান।