আকবর হোসেন, মনোহরগঞ্জ প্রতিনিধি:—
পুলিশই জনতা, জনতাই পুলিশ কমিনিউটি পুলিশিং করব ডিজিটাল বাংলাদেশ গড়বো পুলিশকে বন্ধু ভাবুন বিপদে কাছে থাকুন এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার বিকেলে কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গণে আয়োজিত কমিউনিটি পুলিশিং এর সভা অনুষ্ঠিত হয়েছে। মনোহরগঞ্জ থানা মসজিদের খতিব মাওলানা শাহজাহানের কুরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম আরম্ভ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কুমিল্লা দক্ষিণ আব্দুল্লাহ আল মামুন। হাসনাবাদ ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম (অব:) পুলিশ পরিদর্শক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খিলা বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবু ইউছুফ। মনোহরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জরুরী কাজে বাহিরে থাকায় অনুষ্ঠানে যোগদান করতে পারেননি। কিন্তু তিনি অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করার জন্য সর্বাত্বক সহযোগিতা করেছেন। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ থানার এস আই শেখ আবুল ফারুক, মো: তোফাজ্জল হোসেন, মো: মোজাম্মেল হক, মো: আব্দুল হাই, মো: ইদ্রিস আলী, এ এস আই মো: আনোয়ার হোসেন, অমর চন্দ্র বিশ্বাস সহ মনোহরগঞ্জ থানায় কর্মরত সকল পুলিশবৃন্দ। উম্মুক্ত আলোচনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসনাবাদ ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন হাসনাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আবুল কালাম শিপন, হাসনাবাদ ইউনিয়ন ছাত্রলীগ নেতা কামাল হোসেন সহ আরো অনেকে। উম্মুক্ত আলোচনা অনুষ্ঠানে বক্তারা তাদের ইউনিয়ন গুলোর বিভিন্ন সমস্যার কথা প্রধান অতিথির নিকট তুলে ধরেন। পরে প্রধান অতিথি তাদের সকল কথা শুনে তা সমাধানে আশ্বাস প্রদান করেন।উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি আরো বলেন আপনারা যে কোনো ব্যাপারে পুলিশকে সহযোগিতা করবেন। পুলিশও সবসময় আপনাদেরকে সহযোগিতা করবে এবং এলাকার বাল্য বিবাহ, ইভটিজিং, জুয়া, মাদক, ইয়াবা, গাঁজার সাথে জড়িতদের সর্ম্পকে পুলিশকে সঠিক তথ্য প্রদান করবেন। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন সর্বোপরি মনোহরগঞ্জ থানা পুলিশকে সহযোগিতা করবেন। কোনো পুলিশ কর্মকর্তা যদি দূনীর্তি করে তাহলে সাথে সাথে জেলা পুলিশকে অবহিত করবেন। আমরা তাদের দূনীর্তির সত্যতা পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।