আকবর হোসেন,মনোহরগঞ্জ প্রতিনিধি :—
মনোহরগঞ্জের জলিপুর সর্দার বাড়ির আবদুল মান্নানের সাথে পার্শ্ববর্তী বাড়ির শহীদ উল্লাহর সাথে দীর্ঘদিন যাবত ৩ ডিং জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ৯ আগষ্ট বিকাল ৪ ঘটিকার সময় শহীদ উল্লাহর নেতৃত্বে ১০/১৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আবদুল মান্নানের দখলে থাকা জায়গা দখল করতে আসে। এ সময় দূর্বৃত্তরা বিভিন্ন জাতের কাঠ গাছ কেটে ফেলে। এ সময় আবদুল মান্নানের স্ত্রী মনোয়ারা বেগম ও তার মেয়ে শারমিন আক্তার, শিরিন আক্তার, আইরিন আক্তার বাধা দিতে গেলে তাদের কে মারধর করে মারাতœক আহত করে এবং তার বাড়ির বসত ঘর ভাংচুর করে মালামাল লুট করে। এ বিষয়ে শহীদ উল্লাহ বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয় জানতে চাইলে মনোহরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী অভিযোগ দায়েরের সত্যতা স্বীকার করেন।