মনোহরগঞ্জে জোরপূর্বক গাছ কর্তন ও হামলায় আহত- ৪

 

আকবর হোসেন,মনোহরগঞ্জ প্রতিনিধি :—
মনোহরগঞ্জের জলিপুর সর্দার বাড়ির আবদুল মান্নানের সাথে পার্শ্ববর্তী বাড়ির শহীদ উল্লাহর সাথে দীর্ঘদিন যাবত ৩ ডিং জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ৯ আগষ্ট বিকাল ৪ ঘটিকার সময় শহীদ উল্লাহর নেতৃত্বে ১০/১৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আবদুল মান্নানের দখলে থাকা জায়গা দখল করতে আসে। এ সময় দূর্বৃত্তরা বিভিন্ন জাতের কাঠ গাছ কেটে ফেলে। এ সময় আবদুল মান্নানের স্ত্রী মনোয়ারা বেগম ও তার মেয়ে শারমিন আক্তার, শিরিন আক্তার, আইরিন আক্তার বাধা দিতে গেলে তাদের কে মারধর করে মারাতœক আহত করে এবং তার বাড়ির বসত ঘর ভাংচুর করে মালামাল লুট করে। এ বিষয়ে শহীদ উল্লাহ বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয় জানতে চাইলে মনোহরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী অভিযোগ দায়েরের সত্যতা স্বীকার করেন।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...