শামসুজ্জামান ডলার :–
চাঁদপুরের মতলব উত্তরে দশম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানী ও ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। ছেঙ্গারচর পৌর এলাকার সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রী প্রধান শিক্ষকের স্ত্রী ওই স্কুলেরই সহকারী শিক্ষিকা সাবিনা ইয়াসমিনের বাসায় গণিত বিষয়ে প্রাইভেট পড়ত। বুধবার বিকেলে স্কুল ছুটির পর ওই ছাত্রী ওই শিক্ষিকার বাসায় প্রাইভেট পড়তে গিয়ে দেখেন শিক্ষিকা বিশেষ কাজে বাবার বাড়িতে গিয়েছেন। এ সময় প্রধান শিক্ষক মনিরুল হক পাটওয়ারী ওই ছাত্রীকে নিজে পড়াবেন বলে ছাত্রীকে পড়ার টেবিলে বসতে দেয়। এক পর্যায়ে প্রধান শিক্ষক ওই ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে। পড়ে ওই ছাত্রীটি প্রধান শিক্ষকের হাত থেকে ছুটে দৌড়ে পাশেই নিজের বাড়িতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। ছাত্রীটি সু¯্য’ হয়ে উঠলে পরিবারের সদস্যরা বিষয়টি শুনে তাৎক্ষণিক ঢাকায় অবস্থানরত ছেঙ্গারচর পৌর মেয়রকে জানায়। পরে বিষয়টি মিমাংশা না হওয়ায় ওই ছাত্রীর বাবা মোজাম্মেল হক মতলব উত্তর থানায় মামলা দায়ের করেন। পুলিশ বৃহস্পতিবার দুপুরে ওই বিদ্যালয় থেকে প্রধান শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।