শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে সমগ্র বাংলাদেশ—মো: তাজুল ইসলাম এমপি

আকবর হোসেন, মনোহরগঞ্জ প্রতিনিধি:–
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ , জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম। বৃহস্পতিবার তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যায় দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে বলেছেন, জননেত্রী শেখ হাসিনা যোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে সমগ্র বাংলাদেশ। বাংলাদেশ একদিন বিশ্বের মধ্যে মডেল দেশ হিসেবে পরিচিতি লাভ করবে। তাই দেশের সার্বিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি পারস্পরিক ভ্রাতত্ব ও মমত্ববোধের মধ্য দিয়ে মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন তা বাস্তবায়ন করেন। ২০২১ সালের আগেই বর্তমান সরকারের ভিশন বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের উন্নত দেশে পরিণত হবে। তিনি বলেন সোনার বাংলা গড়ার লক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। তিনি বলেন আমি সব সময় লাকসাম-মনোহরগঞ্জ বাসীর কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও কাজ করে যাবো ইনশাল্লাহ। ঐ দিন তিনি মৈশাতুয়া ইউপি, ঝলম দক্ষিণ ইউপি, বাইশগাঁও ইউপি, উত্তর হাওলা ইউপি, বিপুলাসার ইউপিসহ অন্যান্য ইউনিয়নে বন্যার্তদের মাঝে চাল, মুড়ি, চিড়া, চিনিসহ নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান পান্না, লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, মনোহরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা মাইদুল মোরশেদ মুরাদ, মনোহরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিজ, সৌদি আরব রিয়াদস্থ আওয়ামীলীগের সহ সভাপতি জাকির হোসেন, আওয়ামীলীগ নেতা ও লাকসাম গোবিন্দপুর ইউপি সাবেক চেয়ারম্যান আবদুল মন্নান মনু, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য তাজুল ইসলাম চৌধুরী, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন ভূঁইয়া, মৈশাতুয়া ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, ঝলম দক্ষিণ ইউপি চেয়ারম্যান মারফত উল্যাহ্, বাইশগাঁও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন বিএসসি, উত্তর হাওলা ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান হিরণ, লাকসাম উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এড. রফিকুল ইসলাম হীরা, মনোহরগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক দেওয়ান জসিম উদ্দিন, লাকসাম উপজেলা যুবলীগের আহবায়ক প্রফেসর আবুল খায়ের, যুগ্ন-আহবায়ক দলিলুর রহমান মানিক, লাকসাম পৌরসভার কাউন্সিলর মোশারফ হোসেন মজুমদার, আবদুল আলীম দিদার, উত্তর হাওলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাকসুদুর রহমান পাটোয়ারী, সাধারণ সম্পাদক হাজী এমএস আলম, বাইশগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আবুল আয়েস ভূঁইয়া, মান্দারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম চৌধুরী, সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম রতন, মনোহরগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য মো: কামাল হোসেন, শাহীন জিয়া, জানে আলম, লাকসাম উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব খাঁন, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি আলী আক্কাস, আমিরুল ইসলাম, লাকসাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমএইচ নোমান, উপজেলা ছাত্রলীগের তথ্য বিষয়ক সম্পাদক সাহাদাত হোসেন তুষার, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক রাসেল হোসেন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আমীর হোসেন, বাইশগাঁও ইউনিয়ন যুবলীগের আহবায়ক নূরুল আমীন, ঝলম দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রায়হান ফারুক, বর্তমান আহবায়ক জহিরুল ইসলাম আরিফ, বাইশগাঁও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মহিন উদ্দিন সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এ সময় বাইশগাঁও ইউনিয়নের মান্দারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ কালে আয়োজিত অনুষ্ঠানে মো: তাজুল ইসলাম এমপির হাতে ফুল দিয়ে এবং মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক আজিম উদ্দিন বাহারের নেতৃত্বে চড্ডা গ্রামের বিএনপি থেকে মো: হুমায়ন কবির ও আমির হোসেন আওয়ামীলীগে যোগদান করেন।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...