মনোহরগঞ্জ প্রেস ক্লাবের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

 

মনোহরগঞ্জ প্রতিনিধি :–
কুমিল্লার মনোহরগঞ্জ প্রেসক্লাবের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় প্রেসক্লাব মিলনায়তনে উদ্যাপিত হয়। প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যদের উদ্যোগে জন্মলগ্ন থেকে এই প্রথম কেক কেটে সফলতার একদশক পালন করা হয়। এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মুরশিদুর রহমান সোহেল, প্রতিষ্ঠাতা আহবায়ক আবু ইউছুফ, প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান সাধারণ সম্পাদক আবদুল বাকী মিলন, প্রতিষ্ঠাতা সদস্য আবদুল গোফরান ভূইয়া, প্রতিষ্ঠাতা সদস্য ও সাংগঠনিক সম্পাদক জি.এম. আহসান উল্লাহ সোহাগ, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আলমগীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অহিদুর রহমান, সাবেক যুগ্ন আহবায়ক বেল্লাল হোসেন, নির্বাহী কমিটির সদস্য আবদুল কাইয়ুম, সিনিয়র সদস্য এ.কে খোকন, সময়ের দর্পন প্রতিনিধি আবুল খায়ের, রুপসি বাংলা প্রতিনিধি আকবর হোসেন, নকশীবার্তা প্রতিনিধি কামাল হোসেন সুমন সহ প্রমূখ। অনুষ্ঠানটিতে মনোহরগঞ্জে কর্মরত সকল সাংবাদিকদের এক মিলন মেলায় পরিনত হয়।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...