দেবিদ্বারে হাজীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

 

এবিএম আতিকুর রহমান বাশার :–

আসন্ন পবিত্র হজ্বকে সামনে রেখে দেবিদ্বারে হাজীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দেবিদ্বার ‘উৎসব কমিউনিটি সেন্টারে’ ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় গোপালনগর আব্দুল মজিদ খাঁন জোহরা খাতুন দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আলহাজ্ব মোঃ ফয়েজ আহমেদ’র সভাপতিত্বে এবং রাবেয়া-বারী কমপ্লেক্স’র স্বত্বাধীকার আলহাজ্ব ইঞ্জিনীয়ার মাহবুব মোরশেদ’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আ’লীগ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য, সাবেক মন্ত্রী এ,এফ,এম ফখরুল ইসলাম মূন্সী, বিশেষ অতিথি ছিলেন দেবিদ্বার থানা অফিসার ইসচার্জ(ওসি) মোঃ মিজানুর রহমান, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, রাসা-সারা ওভারসিজ’র ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মোঃ অলিউর রহমান।
প্রশিক্ষণ কর্মশালায় ৪০ জন হাজী অংশগ্রহন করেন। অনুষ্ঠানে মিলাদ-মাহফিল শেষে মুসলিম উম্মার জন্য দোয়া কামনা করেন মাওলানা আলহাজ্ব মোঃ ফয়েজ আহমেদ।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...