চৌদ্দগ্রামে ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী ২০১৫ পালিত

মোঃ বেলাল হোসাইন,চৌদ্দগ্রাম :–
ইসলামী ব্যাংক চৌদ্দগ্রাম শাখার উদ্যোগে গত ১৩ আগষ্ট বৃহস্পতিবার সকালে বৃক্ষরোপন কর্মসূচী- ২০১৫ উৎযাপন উপলক্ষ্যে ব্যাংক কার্যালয়ে আলোচনা সভা, চারা বিতরন ও বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে । “স্বাস্থ্য পুষ্টি অর্থ-চান, ফলের চারা বেশি লাগান” এই এই স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারো আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ইক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোনের প্রধান মোঃ জালাল উদ্দিন আকবর। ইসলামী ব্যাংক চৌদ্দগ্রাম শাখার ব্যাবস্থাপক ও ব্যাংকের এসিষ্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ আজিজুল হকের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার প্যানেল মেয়র মোখলেছুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন, চৌদ্দগ্রাম পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর সেলিম মিয়া, ব্যাংকের এসিষ্ট্যান্ট অফিসার মোঃ শাহ আলম, উপ সহকারী কৃষি কর্মকর্তা আলী হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পল্লী উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প কর্মকর্তা একিউএম হোসাইন মজুমদার। অনুষ্ঠানে বক্তারা গ্রাহকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আজকে যারা ব্যাংকের উদ্যোগে গাছ পাচ্ছেন তারা এই গাছের পাশাপাশি আরও দুইটি গাছ লাগাতে হবে। শুধু গাছ লাগালেই হবে না পাশাপাশি গাছ যাতে সঠিকভাবে বেড়ে উঠে তারও যতœ নিতে হবে। এসময় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের ৩,৫০০ গ্রাহকের মাঝে একটি করে বিভিন্ন জাতের গাছের চারা বিতরন করা হয়।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...