সদর দক্ষিনে কৃষক সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত

 

মো. জাকির হোসেন :–

কুমিল্লায় কৃষক সমাবেশ ও ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে জেলার সদর দক্ষিণ উপজেলার রতনপুরে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

কৃষিই সমৃদ্ধি এ শ্লোগানে অনুষ্ঠিত মাঠ দিবসে ‘ধানের চারা রোপন যন্ত্র ব্যাবহার করে জমিতে ধানের চারা রোপন উদ্বোধন করেন জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: আসাদুল্লাহ।

খামার যান্ত্রিকীকরণের মাধম্যে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প ২য় পর্যায়ের আওতায় অনুষ্ঠিত এ কৃষক সমাবেশ ও মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: আসাদুল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবদুল আওয়াল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতার কুমিল্লার আঞ্চলিক পরিচালক মো: আসাদ উল্লাহ, শস্য উৎপাদন বিভাগের উপপরিচালক লুৎফুর কবীর, সদর দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, আবু তাহের প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আইউব মাহমুদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মামুনুর রশিদ ও মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের কষক বৃন্দ।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...