নাসিরনগরে দরিদ্রদের মধ্যে সুকের গৃহঋন বিতরণ

 

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর :–
বাংলাদেশ সরকারের গৃহায়ন তহবিলের অর্থায়নে সেরকারি উন্নয়ন সংস্থা সুকের উদ্যোগে নাসিরনগর উপজেলায় ৪০ জন দরিদ্র পরিবারকে ঘর নিমার্ণের লক্ষ্যে গৃহঋৃন হিসেবে জন প্রতি ৫০ হাজার টাকার চেক প্রদান অনুষ্ঠান বুধবার স্থানীয় সুক কার্যালয় প্রাঙ্গণে ব্রাঞ্চ ম্যানেজার মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সুকের প্রধান সমন্বয়কারী মোঃ ছাদেকুর রহমান । বিশেষ অতিথি ছিলেন সুকের প্রকল্প পরিচালক ননী গোপাল দাস, সাংবাদিক আকতার হোসেন ভুইয়া। অনুষ্ঠানে ৪০ সদস্যের মধ্যে ২০ লাখ টাকা গৃহঋৃণের চেক বিতরন করা হয়। সভায় প্রধান সমন্বয়কারী মোঃ ছাদেকুর রহমান জানান, পর্যায়ক্রমে নাসিরনগরে আরও দরিদ্র সদস্যের মধ্যে স্বল্প সুদে গৃহঋন বিতরণ করা হবে।

Check Also

আশুগঞ্জে সাজাপ্রাপ্ত আসামির মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :– ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মো. হারুন মিয়া (৪৫) নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামির ...