নাজমুল করিম ফারুক :–
কুমিল্লার তিতাসে প্রায় লক্ষাধিক টাকার নিষিদ্ধ কারেন্ট জাল আটক করেছে প্রশাসন। বুধবার উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট বাতাকান্দি বাজারে অভিযান চালিয়ে উক্ত জালগুলো আটক করে উপজেলা চত্ত্বরে এনে স্থানীয় জনগণের সামনে পুড়ে ফেলে। দীর্ঘদিন যাবৎ উপজেলার বাতাকান্দি বাজারে প্রকাশ্যে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি করে আসলেও ইদানিং উপজেলার উজিরাকান্দি ভূঁইয়ার বাজার ও আসমানিয়া বাজারে প্রকাশ্যে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি হয় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার দাউদকান্দি, তিতাস, হোমনা, মুরাদনগর ও দেবিদ্বার উপজেলার একমাত্র খুচরা ও পাইকারী কারেন্ট জাল বিক্রি হয় উপজেলার বাতাকান্দি বাজারে। বর্ষা মৌসুমকে কেন্দ্র করে দূর-দূরান্ত থেকে পাইকারী ও খুচরা ক্রেতা ও বিক্রেতারা প্রতি বুধবার সাপ্তাহিক বাজার উপলক্ষে উক্ত কারেন্ট জাল ক্রয়-বিক্রয় করতে আসেন। আবার অনেকে পুরাতন কারেন্ট জালও ক্রয়-বিক্রয় করেন। বাতাকান্দিতে জামে মসজিদ সংলগ্ন খুচরা বাজার হলেও সার পট্টিতে রয়েছে পাইকারী বিক্রির একাধিক আড়ৎ। গতকাল বুধবার উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মকিমা বেগম ও সহকারী কমিশনার ভূমি আরিফুল ইসলাম সরদার পুলিশ ফোর্স নিয়ে খুচরা বাজারে অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার কারেন্ট জাল আটক করে উপজেলা চত্ত্বরে এনে স্থানীয় লোকজনদের সামনে পুড়ে ফেলেন।
