দেবিদ্বার প্রতিনিধি :–
দেবিদ্বার থানার এস আই জাকির সিকদার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হইতে গ্রেফতার করেন এক মাদকাসক্ত যুবককে। বুধবার সকালে স্থানীয় লোকজনের সহায়তায় এস আই জাকির সিকদার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হইতে মাদক সেবন অবস্থায় মুরাদনগর উপজেলার ধনুয়াখোলা গ্রামের জনৈক কাশেম এর ছেলে ইউসুফ(২১) কে গ্রেফতার করে। ভ্রাম্যমান আদালতের নিকট সোপর্দ করিলে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) দাউদ হোসেন চৌধুরী আসামী ইউসুফ কে মাদক সেবনের দায়ে ২১ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। অদ্য আসামীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
