আকবর হোসেন, মনোহরগঞ্জ প্রতিনিধি:–
বুধবার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা সদরে অবস্থিত মনোহরগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ে ছাত্র কেবিনেট নির্বাচন ২০১৫ অনুষ্ঠিত হয়েছে এবং একই দিন শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। নির্বাচনের প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র মোঃ বিল্লাল হোসেন। সকল ছাত্র-ছাত্রীর প্রত্যক্ষ ভোটে ১ম স্থান ও কেবিনেট নেতা হিসেবে মনোনীত হন ১০ শ্রেণির ছাত্র মোঃ মেহেদী হাসান। ২য় স্থান অধিকার করেন একই শ্রেণির ছাত্র মোঃ শামীম হোসেন, পরে নির্বাচিত ছাত্রদের মাধ্যমে কেবিনেট গঠন করা হয় ও দপ্তর বন্টন করা হয়। মোঃ মেহেদী হাছান কেবিনেট প্রধান হওয়া সত্ত্বে ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক দপ্তর নিজ দায়িত্বে রেখে বাকী ৭টি দপ্তর সুষ্ঠভাবে বন্টন করেন দেন। অন্যান্য দপ্তরগুলো মধ্যে আপ্যায়ন বিষয়ক দপ্তরের দায়িত্ব পান মোঃ শামিম, তথ্য প্রযুক্তি বিষয়ক দপ্তরের দায়িত্ব পান আনিছুর রহমান, শিক্ষা পুস্তক ও সামগ্রী বিষয়ক দপ্তরের দায়িত্ব পান মোঃ রাজু, বৃক্ষরোপন ও বনায়ন বিষয়ক দপ্তরের দায়িত্ব পান মোঃ নাসিম উদ্দিন, পরিবেশ বিষয়ক দপ্তরের দায়িত্ব পান মোঃ ফরিদ, স্বাস্থ্য বিষয়ক দপ্তরের দায়িত্ব পান মোঃ মিনার হোসেন ও প্রাণী বিষয়ক দপ্তরের দায়িত্ব পান মোঃ ওমর ফারুক। পরে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত সকলকে শপথ বাক্য পাঠ করান। এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় অধ্যক্ষ আবদুল মতিন, সহকারী প্রধান শিক্ষক জয়নুল আবেদীন বিএসসি, কলেজ শাখার প্রভাষক মোস্তফা কামাল, বিদ্যালয় সিনিয়র শিক্ষক হুমায়ন কবির, অহিদুর রহমান, গভর্নিং বডির সদস্য বাবুল মেম্বার, এনায়েত উল্লাহ প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলী আক্কাছ, আমিরুল ইসলাম, সাধারণ সস্পাদক এম.এইচ. নোমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুর রহমান, শিক্ষা ও পাঠ চক্র বিষয়ক সম্পাদক আমির হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক ও মাদ্রাসা ছাত্রলীগ সভাপতি মোঃ বেলায়েত হোসেন ইকবাল এবং উপজেলা সজিব ওয়াজেদ জয় সংঘের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন সুমন সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
