চৌদ্দগ্রামে জনপ্রশাসন সচিবের সাথে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময়

চৌদ্দগ্রাম প্রতিনিধি:–
চৌদ্দগ্রামে গত ১১ আগষ্ট মঙ্গলবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জনপ্রশাষন সচিব ড. কামাল আব্দুল নাছের চৌধুরীর সাথে প্রশাষনের কার্যক্রম ও অগ্রগতি বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলায় কর্মরত সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চৌদ্দগ্রাম উপজেলা মিলনায়তনে আয়োজিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব ড. কামাল আব্দুল নাছের চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাষক হাসানুজ্জামান কল্লোল, চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম হাজারী। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার দেবময় দেওয়ানের সভাপতিত্বে আয়োজিত আয়োজিত উক্ত অনুষ্ঠানে এ সময় অন্যাণ্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহজালাল মজুমদার, গুনবতী ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জগন্নাথদিঘী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান, কনকাপৈত ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন (শান্ত), মুন্সিরহাট ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজ আলম, চিওড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের, উজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মমিনুর রহমান। এসময় চৌদ্দগ্রাম উপজেলা প্রশাষনের বিভিন্ন দফতরের সকল কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...