মো. জাকির হোসেন:—
কুমিল্লার বুড়িচংয়ের নিমসার বাজারে বাল্য বিয়ে, মাদক, জুয়া এবং যুবসমাজের অবক্ষয়সহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বড়–য়া।
ওসি উত্তম কুমার বড়–য়া বলেন, বুড়িচংয়ের নিমসার বাজার ও এর আসপাশের এলাকায় বাল্য বিয়ে, মাদক, জুয়া এবং যুবসমাজের অবক্ষয়সহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের পাশাপাশি জন সচেতনতা সৃষ্টি করতে হবে। তিনি মাদক ও জুয়া সংক্রান্ত অভিযোগে যে কেউ পুলিশের হাতে আটক হলে কোন ছাড় দেয়া হবে না। তবে কোন ছোট খাটো অপরাধে কেউ আটক হলে তার জন্যে যদি সমাজের বিশিষ্টজনেরা শোপারিশ করেন তাহলে তারপ্রতি সহনশীল হওয়ার জন্যে দেবপুর ফাঁড়ি পুলিশকে নির্দেশ দেন।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি শেখ আব্দুল ওয়াহাব মাস্টার, মোকাম ইউনিয়নের যুবলীগ সাধারণ সম্পাদক হাজী হুমায়ুন কবীর মেম্বার, মোকাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অরুণ কুমার পাল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নিমসার বাজার কমিটির সভাপতি হাজী মো: নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাজার কমিটির সদস্য জামাল উদ্দিন, বাবুল হোসেন, জামাল হোসেন, সোহেল রানা প্রমূখ।
এছাড়াও দৈনিক কাচাঁ বাজারের সাধারণ সম্পাদক আবদুর কাদের জিলানী, পূর্ব বাজারের সভাপতি মনিরুল ইসলাম মুন্সী, সাধারণ সম্পাদক জয়নাল মাস্টারসহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।