দেবিদ্বার প্রতিনিধিঃ—
দেবিদ্বার উপজেলার খলিলপুর ব্রীজ সংলগ্ন এলাকার গোমতী নদী থেকে মঙ্গলবার সকালে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে দেবিদ্বার উপজেলার খলিলপুর ব্রীজ সংলগ্ন এলাকার গোমতী নদীতে একটি লাশ ভাঁসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।