চৌদ্দগ্রাম(কুমিল্লা)প্রতিনিধি:—
সোমবার নাঙ্গলকোট উপজেলার ষ্টুডেন্ট ওয়েলফেয়ার ট্রাষ্টের উদ্যোগে ডাকাতিয়া নদীতে এক নৌ- আনন্দ ভ্রমন অনুষ্ঠিত হয়েছে। আনন্দ ভ্রমনটি উপজেলার শরিফপুর ব্রীজ থেকে শুরু হয়ে ডাকাতিয়া নদী হয়ে সাতবাড়িয়া পর্যন্ত এসে শেষ ঞয়। এ সময় ওয়েলফেয়ার ট্রাষ্টের সকল সদস্যরা উপস্থিত ছিল।
