স্টাফ রিপোর্টার :–
২০১৫ সেশনের বাকি সময়ের জন্য ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হিসাবে মনোনিত হয়েছেন কুমিল্লা মহানগরী শিবিরের সদ্য বিদায়ী সভাপতি মো শাহ আলম এবং কুমিল্লা মহানগরী শিবিরের নবনির্বাচিত সভাপতি মু কামাল হোসাঈন শিবিরের কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্যদের ২য় সাধারণ অধিবেশনে এদের নাম ঘোষণা করা হয়।
মনোনিত কলেজ সম্পাদকের নাম ঘোষনা ও নবনির্বাচিত কার্যকরি পরিষদ সদস্য শপথ বাক্য পাঠ করান ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো আবদুল জব্বার।
এর আগে সারা দেশের সকল সদস্যরা কার্যকরি পরিষদেও উপনির্বাচনে ভোট দেয়।
মনোনিত কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মো শাহ আলম এর আগে কুমিল্লা মহানগরীর কালির বাজার ইউনিয়ন ও অজুদগুহ কলেজ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।পরবর্তীতে মহানগরী শিবিরের প্রকাশনা সম্পাদক, অর্থ সম্পাদক,২০১২-১৩ সেশনে মহানগরী সেক্রেটারী¡ এবং ২০১৪ -১৫ জুলাই সেশনে কুমিল্লা মহানগরী সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।
নব নির্বাচিত কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সদস্য ও কুমিল্লা মহানগরীর ছাত্রশিবিরের সভাপতি কামাল হোসাইন এর আগেকুমিল্লা মহানগরী শিবিরের ইবনে তাইমিয়া স্কুল এলাকা ,ভিক্টোরিয়া কলেজ উচ্চ মাধ্যমিক শাখা,ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা শিবির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।পরবর্তীতে মহানগরী শিবিরের দপ্তর সম্পাদক,সাংগঠনিক সম্পাদক এবং ২০১৪-১৫ সেশনে জুলাই পর্যন্ত সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেন।আগষ্ট থেকে তিনি কুমিল্লা মহানগরী শিবিরের সভাপতির দায়িত্ব পালন করছেন।