কুমিল্লার লাকসামে শ্রেণিকক্ষের ফ্লোর ধসে ২০ শিক্ষার্থী আহত

লাকসাম প্রতিনিধি :–

কুমিল্লার লাকসামে একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ফ্লোর ধসে পঞ্চম শ্রেণির ২০ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার অশ্বতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। আহত শিশু শিক্ষার্থীদের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পান্না রানী বড়ুয়া জানান, ওই দিন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের গণিত ক্লাস চলাকালীন হঠাৎ বিকট শব্দে ওই কক্ষের ফ্লোরটি নিচের দিকে ধসে পুকুরে তলিয়ে যায়। এ সময় পাঠরত শিক্ষার্থীরা পুকুরের পানিতে পড়ে হাবুডুবু খেতে থাকে। এতে আহত হয় শান্তা, জান্নাতুল মাওয়া, মৌসুমী, শাকিব, পিংকি, জেসমিন, ফারজানা-১, ফারজানা-২, ইলিয়াছ, শাওন, সাইফুল, মুক্তা আক্তার, রুমা, শোভা, ঝুমুর, তাসলিমা, তাহমিনা ও ফাতেমা।

এ দিকে আতঙ্কিত অন্য শ্রেণির শিক্ষার্থীদের চিৎকারে আশেপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে। এদিকে উত্তেজিত অভিভাবকরা ওই ক্লাসে পাঠদানরত শিক্ষক রবিউল হোসেন ও রাসেলকে ব্যাপক মারধর করে।

সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিউল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, লাকসাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাসির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...