দেবিদ্বার এস এ সরকারী কলেজের ৬৮৪জন পরীক্ষার্থীর ৫০০জনই ফেল : সচেতন মহলে ক্ষোভ

মোঃ আক্তার হোসেন :–
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় এইচ.এস.সি পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে। উপজেলার ১০ টি কলেজে ২ হাজার ৫৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৪৬০ জন শিক্ষার্থী কৃতকার্য হয়ে পাশের হার দাড়াঁয় ৫৬.১৭ ভাগে।
সর্ব নিম্ন পাশের হারে রেকর্ড স্থাপন করেছে উপজেলার একমাত্র সরকারী কলেজ ‘দেবিদ্বার সুজাত আলী সরকারী কলেজ। এ কলেজে ৬৮৪ জন শিক্ষার্থীর মধ্যে ১ জন জিপিএ-৫ সহ ১৮৪ জন কৃতকার্য হয়েছে ফেল করেছে ৫০০ জন। ওই কলেজের পাশের হার ২৬.৯০ ভাগ। চরম ফলাফল বিপর্যয়ের জন্য কলেজ শিক্ষকদেরকে দায়ী করেছেন সচেতন মহল ও অভিবাবকরা। শিক্ষককদের কলেজে অনুপস্থিত থাকা ও নিয়মিত ক্লাশ থা হওয়ায় এ ফলাফল বিপর্যয় হয়েছে বলে অনেক অভিবাবকরা জানান।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...