শামসুজ্জামান ডলার :–
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গত ১০আগষ্ট পর্যন্ত মতলব উত্তর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নম্বর বিহীন অর্ধশতাধিক মোটর সাইকেল ও ৮টি সিএনজি অটোরিক্সা আটক করেছে। দীর্ঘদিন ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল মোটর সাইকেল ব্যবহারকারীরা।
গত ৩ জুন নম্বর বিহীন মোটর সাইকেলের উপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপণ জারি হওয়ার পর থেকে সারা দেশে নম্বর বিহীন ও ভারত থেকে চোরাই পথে আসা মোটর সাইকেলের উপর সাড়াশি অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় মতলব উত্তর উপজেলাতেও এর প্রভাব পড়েছে। এদিকে মতলব উত্তর থানায় নম্বর বিহীন অন্তত অর্ধশতাধিক মোটর সাইকেল আটক ও মামলা হয়েছে। এ সময় মোটরসাইকেলের রেজিস্ট্রেশন না করানোর অপরাধে ও গাড়ির কাগজপত্র না থাকায় মালিকদের বিরুদ্ধে মামলা করা হয়। আটককৃত মোটর সাইকেলগুলো থানায় রাখায় রাখা হয়েছে।
বর্তমানে ভারত থেকে অবৈধ পথে আনা মোটর সাইকেল মালিকরা পুলিশের ভয়ে রাস্তায় তেমন বের হতে দেখা যাচ্ছে না। ফলে মাদক বহনসহ বিভিন্ন অপকর্ম অনেকটা কমেছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান জানান, আটককৃত মোটর সাইকেলের রেজিঃ জন্য বিআরটিএ’তে টাকা জমা দিয়েছে। এতে সরকার অনেক রাজস্ব পাচ্ছে। আমাদের এই অভিযান অব্যাহত রয়েছে।