নিজস্ব প্রতিবেদক :–
নাটোরের কাদিরাবাদে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ মেধা তালিকায় ১ম ২য় ও ৩য় স্থান অধিকারী কৃতি ছাত্র-ছাত্রীদের সোমবার (১০ আগস্ট) বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তির চেক বিতরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এএইচএম শহীদউল্লাহ, পিএসসি (অব.)। প্রধান অতিথি বলেন, ‘ছাত্র-ছাত্রীদের আরও ভাল ফলাফলের জন্য কঠোর পরিশ্রম ও নিয়মিত অধ্যয়ন করতে হবে। লেখাপড়ার পাশাপাশি নিয়মাবর্তীতার পরিচয় দিতে হবে।’ তিনি আরও বলেন, ‘মেধা তালিকায় ১ম ২য় ও ৩য় স্থান অধিকারী এবং জিপিএ ৪ স্কেলে ৪ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের জন্য এককালীন মেধা বৃত্তি প্রত্যেক সেমিস্টারে অব্যহত থাকবে।’
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ লে: কর্ণেল (অব.), জি এম আজিজুর রহমান, রেজিস্ট্রার মো. কামরুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন, ডেপুটি রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম, বিজ্ঞান ও মানবিক বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মো. আকরামুল আলীম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক আছমা ইয়াসমিন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান শামীমা শিরিন সহ অন্যান্য বিভাগের শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীরা।
প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩জন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩জন এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩জন ছাত্র-ছাত্রীকে মেধা তালিকায় ১ম ২য় ও ৩য় স্থান অর্জন এবং জিপিএ ৪ স্কেলে ৩.৮১ থেকে ৪ প্রাপ্তদের এক কালীন বৃত্তি প্রদান করা হয়।