শামসুজ্জামান ডলার,মতলব উত্তর(চাঁদপুর):–
প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৩ কলেজ ও মাদ্রাসার ১৭শ’৫৫ পরীক্ষর্থীর মধ্যে জিপিএ-৫ পেয়ে উপজেলার মান রাখলেন ওরা ৪জন। মানরাখা ওরা ৪জনই নেদায়ে ইসলাম মহিলা মাদ্রাসার বিজ্ঞান বিভাগের ছাত্রী তানজিলা আখতার, মারজিয়া আখতার, মিনারা আখতার ও ফাহিমা আখতার। জিপিএ-৫ পাওয়া এ ৪জন এসএসসি’র সমমান দাখিল পরীক্ষাতেও জিপিএ-৫ পেয়েছিল।
মাদ্রাসার সুপার মোহাম্মদ শহীদ উল্লাহ জানায়, আমার মাদ্রাসায় পাশের হার ৯৬.৯৬ ভাগ। জিপিএ-৫ পাওয়া ও পাশের হার ভাল করাার ব্যপারে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও শিক্ষার্থীনিদের পরিশ্রমেরই ফসল।
