ফজলে রাব্বী ইয়ামিন, মতলব দক্ষিণ (চাঁদপুর):—
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও আমীরুল মুজাহীদিন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, সরকার সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলামকে তুলে দিয়ে র্ধম নিরপেক্ষতার কথা রেখেছেন। নিরপেক্ষতা মানে কোন পক্ষ নয়। কিন্তু ইসলাম ধর্মের লোকেরা ইসলাম ধর্ম মানে, হিন্দু ধর্মের লোকেরা হিন্দু ধর্ম মানে, খ্রিষ্টান ধর্মের লোকেরা খ্রিষ্টান ধর্ম মানে। তাহলে ধর্ম নিরপেক্ষতা কোথায় রইল। ধর্ম নিরপেক্ষতা মানেই ধর্মহীনতা। পৃথিবীতে একমাত্র ইসলামের নীতি আদর্শের মাধ্যমে শান্তি আসে। মার্কস বাদ, প্রচলিত গণতন্ত্রে শান্তি আসেনি। তিনি মতলব দক্ষিণ উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সম্মেলনে প্রধান অতিথির বক্তবে এ কথা গুলো বলেন। মতলব শহরের ওয়ালী উল্লাহ পাটোয়ারী মিলনায়তনে মতলব দক্ষিণ উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলনের আহবায়ক পীরজাদা মাওলানা আফছার উদ্দিনের সভাপতিত্বে এবং ইসলামী আন্দোলন মতলব উপজেলা শাখার সেক্রেটারী মো. আবু ছায়িদের পরিচালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য ও লক্ষীপুর জেলা শাখার সভাপতি ক্যাপটেন মো.ইব্রাহিম খলিল, চাঁদপুর জেলা শাখার ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আনোয়ার আল নোমান, সেক্রেটারী শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের চাঁদপুর জেলা শাখার প্রশিক্ষক সম্পাদক মাও. বেলাল হোসেন, মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মাওলানা আনছার উদ্দিন, মতলব পৌর শাখার সেক্রেটারী সফিকুল ইসলাম প্রধান, ইসলামী ছাত্র আন্দোলনের মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি আব্দুলা আল নোমান, মাওলানা শাহ জালাল হোসেন প্রমুখ। সন্মেলনে পীরজাদা মাওলানা আফছার উদ্দিনকে সভাপতি, হাফেজ আব্দুল কুদ্দুকে সেক্রেটারী ও হাফেজ সাইফুদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে মতলব দক্ষিণ উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়। সন্মেলনে মতলব খেয়াঘাটের শ্রমিকরা প্রধান অতিথি চরমোনাই পীর সাহেবের হাতে ফুল দিয়ে ইসলামী শ্রমিক আন্দোলনে যোগদান করেন।
