মতলব উত্তরে এইচএসসিতে পাশের হার ৫৩.০৯, আলিমে ৮৮.১৫ ভাগ : জিপিএ-৫ পেয়েছে ৪জন

 

শামসুজ্জামান ডলার :–
২০১৫ সালের এইচএসসি পরীক্ষায় মতলব উত্তর উপজেলায় এবারের ফলাফল সন্তোষজনক না হওয়ায় শিক্ষা সচেতন মহলে ক্ষোভ দেখা দিয়েছে। রোববার উপজেলার কলেজ ও মাদ্রাসাগুলোতে ফলাফল প্রকাশিত হলে এ ক্ষোভ প্রকাশ করেন অভিভাবক ও শিক্ষা সচেতন মহল। এদিকে কয়েকজন শিক্ষার্থীর সাথে কথাহলে তারা জানান, পরীক্ষা চলাকালীন সময়ে দেশের রাজনৈতিক অস্থিরতার কারনে পরীক্ষার সময় সূচী বারবার বদলানোর ফলে মানসিক ভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় পরীক্ষার মান ব্যাহত হয়েছে।
এবারে মতলব উত্তর উপজেলার ৭টি কলেজ থেকে ১ হাজার ৬শ’ ৯৫ জন ছাত্র/ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৯শ’ জন। পাশের হার ৫৩.০৯ ভাগ। ৬টি মাদ্রাসা থেকে ১৫২জন ছাত্র/ছাত্রী আলিম পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১৩৪ জন। পাশের হার ৮৮.১৫ ভাগ। কেবলমাত্র ফরাজীকান্দি’র নেদায়ে ইসলাম মহিলা মাদ্রাসা থেকে ৪জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
ছেঙ্গারচর বিশ্ববিদ্যালয় কলেজে পরীক্ষার্থী ৬শ’ ৭৪ জন, পাশ করেছে ৪শ’ ৬১, পাশের হার ৬৮.৩৯ ভাগ। কালীপুর কলেজে পরীক্ষার্থী ২১১ জন, পাশ করেছে ৮০, পাশের হার ৩৮.৭৫ ভাগ, নাউরী আদর্শ কলেজে পরীক্ষার্থী ৯৩জন পাশ করেছে ৬৭। নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজে পরীক্ষার্থী ২২১জন পাশ করেছে ৬১ পাশের হার ২৭.৬০ ভাগ। সুজাতপুর কলেজে পরীক্ষার্থী ১৫৪জন পাশ করেছে ৪২, পাশের হার ২৭.২৭ ভাগ। লুধুয়া কলেজে পরীক্ষার্থী ১৪৮জন পাশ করেছে ৯৬, পাশের হার ৬৪ ভাগ। মুন্সি আজিম উদ্দিন ডিগ্রী মাদ্রাসায় পরীক্ষার্থী ১০২জন পাশ করেছে ২৬, পাশের হার ২৫.৪৯ ভাগ।
ফরাযীকান্দি ফাযিল মাদ্রাসায় পরীক্ষার্থী ৩৩ জন, পাশ করেছে ৩১, পাশের হার ৯৩.৯৩ ভাগ। নেদায়ে ইসলাম মহিলা মাদ্রাসায় পরীক্ষার্থী ৩৩ জন, পাশ করেছে ৩২, জিপিএ-৫ পেয়েছে ৪জন, পাশে হার ৯৬.৯৬ ভাগ। বদরপুর আদমিয়া ফাযিল মাদ্রাসায় পরীক্ষার্থী ২৬ জন, পাশ করেছে ২২, পাশের হার ৮৪.৬১ ভাগ। সাঁড়ে পাঁচানী দারুল উলুম মাদ্রাসায় পরীক্ষার্থী ২৮ জন, পাশ করেছে ২৫, পাশের হার ৮৯.২৮ ভাগ। লবাইরকান্দি আল-আমিন আলিম মাদ্রাসায় পরীক্ষার্থী ১১ জন, পাশ করেছে ৯, পাশের হার ৮১.৮১ ভাগ। হাশিমপুর আহমাদিয়া মাদ্রাসায় পরীক্ষার্থী ২১জন পাশ করেছে ১৫, পাশের হার ৭১.৪২ ভাগ। সর্বোচ্চ পাশের হার নেদায়ে ইসলাম মহিলা মাদ্রাসায় ও সর্বনি¤œ পাশের হার মুন্সি আজিম উদ্দিন ডিগ্রী কলেজে।

Check Also

যে কোনো আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে : বিএনপি

চাঁদপুর প্রতিনিধি :– চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাধারণ সভায় বক্তারা বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম ...