আকবর হোসেন, মনোহরগঞ্জ প্রতিনিধি:–
রবিবার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সফল করার জন্য তথ্য সংগ্রহকারীদের নিয়ে মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা নির্বাচন অফিসার রাশেদুল ইসলাম। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান পান্না। এ সময় প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন সদর দক্ষিণ উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান, চান্দিনা উপজেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান। এ সময় ৮১ জন তথ্য সংগ্রহকারী ও ১৬ জন সুপারভাইজার সহ মোট ৯৭ জন উপস্থিত ছিলেন। আগামী ১৬ই আগষ্ট থেকে মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ীতে বাড়ীতে গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সফল করার জন্য তথ্য সংগ্রহ করবেন আগামী ৩০ আগষ্ট পর্যন্ত। পরে ১ম পর্যায়ে ছবি তোলার কার্যক্রম চলবে ১ সেপ্টেম্বর থেকে ১৩ই সেপ্টেম্বর পর্যন্ত। ২য় পর্যায়ে ছবি তোলার কার্যক্রম চলবে ৪ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত। মনোহরগঞ্জ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সফল করার জন্য সার্বিক তত্ত্বাবধান করছেন উপজেলা নির্বাচন অফিসার নাজির হোসেন মিয়া।
