শাহ মো. নুরুল আলম :–
রবিবার সদ্য ঘোষিত এইচএসসি পরীক্ষায় এবার কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে লাকসামের ৮টি কলেজের মোট ১ হাজার ৮’শ ৮৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। সদ্য ঘোষিত ফলাফলে ১ হাজার ৩’শ ৪২ জন শিক্ষার্থী উর্ত্তীণ হয় যাহা পাশের হার ৭১ %। তবে এবার জিপিএ-৫ পেয়েছ মাত্র ১১ জন। লাকসাম উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে উত্তরদা ইউনিয়নের আতাকরা স্কুল এন্ড কলেজ। তাদের পাশের হার ৮৯%। ২য় অবস্থানে রয়েছেন মুদাফরগঞ্জ স্কুল এন্ড কলেজ। তাদের পাশের হার ৮৮%। ৩য় স্থান অর্জন করেছে নুরুল আমিন ডিগ্রি কলেজ তাদের পাশের হার ৭৩%।এবার এইচসিএস পরীক্ষায় সবচেয়ে পিছিয়ে পড়েছে উপজেলার আজগরা স্কুল এন্ড কলেজ ৮১ জন পরীক্ষাথীর মধ্যে ৩৯ জন উত্তীর্ণ হয় তাদের পাশের হার মাত্র ৪৮%।
কুমিল্লা শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, ন.ফ সরকারী কলেজ ৯’শ ৬ জন পরীক্ষার্থীদের মধ্যে উর্ত্তীণ হয়েছে ৬’শ ৫৮ জন, তাদের পাশের হার ৭২% তবে জিপিএ-৫ পেয়েছে ৬ জন, লাকসাম ব্রাড মডেল কলেজ ১’শ৭৪ জনের মধ্যে ১’শ৬ জন উত্তীন হয় তাদের পাশের হার ৬১%, রহমানিয়া চির সবুজ কলেজ ১’শ ৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন উর্ত্তীন হয় পাশের হার ৫৭ %, জিপিএ-৫ পেয়েছ ১ জন, গন উদ্যোগ স্কুল এন্ড াগ কলেজ ৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ জন উর্ত্তীন হয় পাশের হার ৫৫%। এবার লাকসাম উপজেলা পর্যায়ে সবচেয়ে পিছিয়ে পড়েছে আজগরা স্কুল এন্ড কলেজ ও গণ উদ্যোগ স্কুল এন্ড কলেজ ওই প্রতিষ্ঠানের হতাশাজনক ফলাফলে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে হতাশা বিরাজ করছে।
এ বিষয়ে লাকসাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, যে সব শিক্ষা প্রতিষ্ঠান হতাশাজনক ফলাফল করেছে তাদের বিষয়ে খতিয়ে দেখা হবে এবং মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে।
