মতলব দক্ষিণ(চাঁদপুর)প্রতিনিধি:–
মতলব দক্ষিণ উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপকারভোগী, ম্যানেজার ও সভাপতিদের মাঝে গতকাল পুরস্কার বিতরন করা হয়। উপজেলা পল্লী উন্নয়ন অফিসার স্বপন চন্দ্র বর্মনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পুরস্কার বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইসলাম। এসময় সহকারী কমিশনার (ভুমি) কানিজ ফাতেমা, উপজেলা কৃষি কর্মকর্তা মো: তাজুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার রুমা, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান সাংবাদিক গোলাম সারওয়ার সেলিম, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো: মুরাদ হোসেন পাটোয়ারী, সুপারভাইজার আব্দুস সোবান, দীপক চন্দ্র গোপসহ বিভিন্ন গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি ,সাধারন সম্পাদকবৃন্দ,সমবায়ী ও সুধিজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এ বছর মো: জাহাঙ্গীর আলমকে শ্রেষ্ঠ সভাপতি (পুরুষ), সালমা বেগমকে শ্রেষ্ঠ সভাপতি ( মাহিলা) ,দোলোয়ার হোসেনকে শ্রেষ্ঠ ম্যানেজার (পুরুষ),নাছিমা বেগমকে শ্রেষ্ঠ ম্যানেজার (মহিলা),মো: কামাল হোসেনকে শ্রেষ্ঠ উপকারভোগী(পুরুষ) ও সুফিয়া বেগমকে শ্রেষ্ঠ উপকারভোগী(মহিলা) হিসেবে পুরস্কৃত করা হয়।
