আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর :–
কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব গড়ে তুলতে আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১টি বিদ্যালয় ও ১টি মাদ্রাসায় পরীক্ষামূলক প্রথম বারের মত স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় ও দাতঁমন্ডল এরফানিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত নির্বাচনে ভোটার থেকে শুরু করে ভোট গ্রহনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট সবই ছিল বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে মোট ১৩ জন প্রতিদ্বন্দিতা করে ৮ জন কেবিনেট নির্বাচিত হন। ভোটাধিকার প্রয়োগ করে ষষ্ট থেকে দশম শ্রেণীর ১ হাজার ৮শ ৩৭ জন শিক্ষার্থী। নির্বাচনে সম্মিলিত সর্বোচ্চ ভোট পেয়ে ৮ জন বিজয়ীদের মধ্যে প্রথম হয়েছে দশম শ্রেণির ছাত্র- রাকিব মিয়া (৭৮০),দ্বিতীয় হয়েছে সপ্তম শ্রেনীর ছাত্রী-দীপ্তি চৌধুরী (৬৮৬), তৃতীয় হয়েছে নবম শ্রেনীর ছাত্র মোর্শেদ আলম(৬৩৮) চতুর্থ হয়েছে অষ্টম শ্রেনীর ছাত্র নুরুল আইন সাদি (৬২০) ও পঞ্চম হয়েছে ৬ ষ্ঠ শ্রেনীর ছাত্র প্রসুন রায়(৪৮৪) ভোট পেয়েছে । বিশেষ নিবার্চিতদের মধ্যে প্রথম হয়েছে দশম শ্রেনীর ছাত্রী তানজিনা আকতার(৫০২),দ্বিতীয় হয়েছে নবম শ্রেনীর ছাত্র সৌরভ রায়(৯৬০) ও তৃতীয় হয়েছে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ইসফাক সাবিহা তৃর্ণা(৪৫০) ভোট পেয়েছে। নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ সময় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যরা,প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিমসহ সকল শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন। নির্বাচিতরা শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্তিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া,অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা এবং শ্রদ্ধা প্রর্দশন,শিক্ষাপ্রতিষ্ঠানে শিখন শিখানো কার্যক্রমে শিক্ষকমন্ডলীকে সহায়তা করা,ছাত্র ভর্তি ও ঝরে পড়া রোধে সহযোগিতা করা, শিখন শিখানো কার্যক্রমে শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের সর্ম্পৃক করা, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন কর্মকান্ডে শিক্ষার্থীদের অংশগ্রহন নিশ্চিত করা ও ক্রীড়া,সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহন নিশ্চিত করা। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন দশম শ্রেণির ছাত্র-জুনাইদ আহমেদ জনি। বিদ্যালয়ের ৬টি বুথের মধ্যে ৬ জন প্রিজাইডিং অফিসার,১২ জন পোলিং অফিসার,২ জন নিবার্চন কমিশনারের সাহায্যে ভোটের কার্যক্রম শুরু হয়।