কুমিল্লায় খাদ্যবাহী ট্রেন লাইনচ্যুত : চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল ছয় ঘন্টা যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক :–
কুমিল্লার সদর উপজেলার বানাসুয়া এলাকায় চট্টগ্রাম থেকে দিনাজপুর গামী খাদ্যবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
কুমিল্লা রেলওয়ে ষ্টেশন মাষ্টার জানিয়েছে, আজ শনিবার বেলা সাড়ে ৯ টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী খাদ্যবাহী ট্রেনের চারটি বগির চাকা লাইন চ্যুত হয়েছে। এতে চট্টগ্রামের সাথে ঢাকা, সিলেটসহ সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আখাউড়া জংশন থেকে এবং লাকসাম থেকে দুটি উদ্ধারকরাী ট্রেন উদ্বারকাজ চালিয়ে যাচ্ছে। এঘটনায় কুমিল্লায় রেলষ্টেশনের ঢাকাগামী মহানগর প্রভাতী, লালমাই স্টেশনে চট্টগ্রাম থেকে ময়মনসিংহ গামী বিজয় এক্সপ্রেম এবং লাকসাম চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস আটকে আছে। এ দূর্ঘটনার ফলে চট্টগ্রাম-ঢাকা-সিলেট সহ সারা দেশের সঙ্গে ৬ ঘন্টা ট্রেন যোগাযোগ বন্ধ।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...