নিজস্ব প্রতিবেদক :–
নিত্য প্রয়োজনীয় ত্রাণ-সামগ্রী নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম এমপির পক্ষ থেকে মনোহরগঞ্জে বন্যা দূর্গতের পাশে গিয়ে দাঁড়িয়েছেন সৌদি রিয়াদস্থ আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি, রিয়াদস্থ কুমিল্লা প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ সদস্য আলহাজ্ব মো. জাকির হোসেন। তিনি শুক্রবার উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের বিনয় ঘর, বাতাচোঁ, নাথেরপেটুয়া, গণিপুর, ধোপামুড়ী, পরানপুর গ্রামের প্রায় দেড় হাজার বন্যার্তদের মাঝে চাল, মুড়ি, চিড়া, চিনিসহ নিত্য প্রয়োজনীয় ত্রাণ-সামগ্রী বিতরণ করেন। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন নাথেরপেটুয়া ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, ইউনিয়ন আওয়ামীলীগ আহ্বায়ক আবদুল মান্নান চৌধুরী, আওয়ামীলীগ নেতা মাস্টার রুহুল আমিন, মো. খোরশেদ আলম, শেখ মো. বাবুল, মাস্টার ফারুক আহমদ স্বপন, আবদুর রহমান ভূঁইয়া, ইউনিয়ন যুবলীগ সভাপতি শেখ মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য আলী আহমদ, আবদুল জলিল, বেলাল হোসেন, আবদুল মতিন, নাজির আহমদ, মকবুল পাটোয়ারী, মোতাহের হোসেন, তোফায়েল আহমেদ, আমিনুল হক, ইউনিয়ন ছাত্রলীগ আহ্বায়ক আবু নওশাদ, ছাত্রলীগ নেতা ফরহাদ, মাঈন, মাসুদ প্রমুখ।
ত্রাণ বিতরণকালে মো. জাকির হোসেন বন্যার্তদের উদ্দেশ্যে বলেন, বন্যাসহ প্রাকৃতিক যেকোন দূর্যোগে আমাদের প্রাণপ্রিয় প্রতিনিধি মো. তাজুল ইসলাম আপনাদের পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতে থাকবেন ইনশাল্লাহ্। এরই মধ্যে মো. জাকির হোসেন উপজেলার সবকয়টি ইউনিয়নের ত্রাণ বিতরণ করেছেন।
